কবিতা - পৌঁছে দিও হজরতেরে খৈয়াম কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা পৌঁছে দিও হজরতেরে খৈয়ামের হাজার সালাম, শ্রদ্ধাভরে জিজ্ঞাসিও তাঁরে লয়ে আমার নাম- ‘বাদশা নবী! কাঁজি খেতে নাই তো নিষেধ শরিয়তে, কী দোষ করল আঙুর-পানি? করলে কেন তায় হারাম?’ ♥ ০ পরে পড়বো ১৪৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন