কবিতা - রূপ লোপ এর হয় অরূপে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা রূপ লোপ এর হয় অরূপে, অস্থি ইহার হয় না নাশ। এই মদিরা- হাজার রূপে অরূপে এর হয় প্রকাশ, ভেবো না কেউ সুরার সাথে সুরার সারও যায় উবে, কভু এ হয় প্রাণী কভু তরু-লতা, ফুল-সুবাস। ♥ ০ পরে পড়বো ১২৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন