কবিতা - সেই ভালো মোর- এই শারাবের কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা সেই ভালো মোর- এই শারাবের পিয়ালা দিয়ে তর্ করি দিল্, যে সাধ আমার পুরল না তা ভুলব গো আজ করব বাতিল। ধার-করা এ জীবন আমার বন্দি নিতি বুদ্ধি-কারায়, আজ নিমেষের মুক্তি দেবো তারে, ভেঙে কারার পাঁচিল।। ♥ ০ পরে পড়বো ১০৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন