কবিতা - শ্রেষ্ঠ শারাব পান করে নেয় কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা শ্রেষ্ঠ শারাব পান করে নেয় বদরসিকে, হায় রে হায়! স্থূল-আত্মা মূর্খ ধনিক শ্রেষ্ঠ বিলাস বিভব পায়। হায় রে যত চিত্তহারী রূপকুমারী জর্জিয়ার শুকায় কিনা গুম্ফ-বিহীন বালক-সাথে মাদ্রাসায়! ♥ ০ পরে পড়বো ১৫৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন