কবিতা - স্রষ্টা মোরে করল সৃজন কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা স্রষ্টা মোরে করল সৃজন জাহান্নমে জ্বলতে সে, কিংবা স্বর্গে করবে চালান- তাই বা পারে বলতে কে! করব না ত্যাগ সেই লোভে এই শারাব সাকি দিলরুবা, নগদার এ ব্যবসা খুইয়ে ধারে স্বর্গ কিনবে কে? ♥ ০ পরে পড়বো ৬৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন