কাজী নজরুল ইসলাম

কবিতা - উত্তরীয় লুটায় আমার ধানের ক্ষেতে

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১৯ জুলাই ২০২৫ গান

উত্তরীয় লুটায় আমার
ধানের ক্ষেতে হিমেল্ হাওয়ায়।
আমার চাওয়া জড়িয়ে আছে
নীল আকাশের সুনীল চাওয়ায়।।

ভাঁটির শীর্ণ নদীর কূলে
আমার রবি-ফসল দুলে,
নবাণ্ণেরই সুঘ্রাণে মোর
চাষির মুখে টপ্পা গাওয়ায়।।

পরে পড়বো
১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন