কবিতা - ‘ইয়াসিন’ আর ‘বরাত কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা ‘ইয়াসিন’ আর ‘বরাত’ নিয়ে, সাকি রে, রাখ, তর্ক তোর! আমায় সুরার হাত-চিঠে দাও, সেই সে সুরা ‘বরাত’ মোর। যে রাতে মোর শ্রান্তি ব্যথা ডুবিয়ে দেবে মদের স্রোত,- সেই সে ‘শবে-বরাত’ আমার সেই তো আমার বরাত জোর। ♥ ০ পরে পড়বো ৭২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন