সুজনেরা পান করে ক্ষমতার মদিরা
ওঁৎ পেতে থাকে সদা চিহ্নিত বদিরা।
চুপিচুপি ঘুঁটঘুঁটে আঁধারের রাত্রে
একেকটা হয়ে ওঠে জ্যাঁ পল সার্ত্রে!
প্রায়শই এ উহারে ডেকে লয় ডিনারে
বিদেশি প্রভুও থাকে টেবিলের কিনারে।
বিদেশি প্রভুর দেয়া চুলকানী মন্ত্রে
বদিগণ কেঁদে ওঠে–ব্যথা পায় অন্ত্রে!
বদিদের রাত প্রিয়, কখনোই দিন না
কর্মের সংস্থান– ‘কিছুমিছু দিন না!’
কিছুমিছু পেতে পেতে জমিয়াছে বিত্ত
বাড়ি-গাড়ি-টাকা কড়ি প্রশমিত চিত্ত।
বদিদের বাড়িঘর অভিজাত এলাকায়
এর থেকে ওর থেকে কাঁচা-পাকা ‘কেলা’ খায়।
কেলা মানে কলা, মানে সুস্বাদু বেনানা
বদিদের চেহারা কি সকলের চেনা না!
নিজেকে বিক্রি করে উঁচু দামে বদিরা
সুজনেরা পান করে ক্ষমতার মদিরা…
সেনাপ্রিয় বদিগণ এঞ্জিও স্বার্থে
পারে সবই ধরতে ও পারে সবই ছাড়তে।
‘এঞ্জিও দেশপ্রেমী’ কী মহান সৃষ্টি
ষড়যন্ত্রের ফাঁদে শকুনের দৃষ্টি।
টকশোর বিনোদনে একেকটা চার্লি
চেহারাটা যেনো ঠিক চিনিহীন বার্লি।
টিভিতে ছবক দিতে মহা পারদর্শী
জল ঘোলা দেখলেই দুই হাতে বড়শি…!
দুদকের তালিকায় বদিদের নাম নেই
সুতরাং ছড়াটার দু’আনাও দাম নেই।
প্রচুর লুব্রিকেট বদিদের লেঞ্জায়
দুদকের কর্তারা বিজি এস্তেঞ্জায়…
মন্তব্য করতে ক্লিক করুন