হৃদয় শূন্য, অনুভূতিহীন,
কোনো স্পন্দন নেই, কোনো আবেগ নেই।
চোখ শুষ্ক, অশ্রু নেই,
কোনো দুঃখ নেই, কোনো আনন্দ নেই।
মুখ নির্বিকার, হাসি নেই,
কোনো ভালোবাসা নেই, কোনো ঘৃণা নেই।
আত্মা মৃত, জীবনহীন,
কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো স্বপ্ন নেই।
মমতাশূন্য মানুষ, পৃথিবীর বোঝা,
কোনো মান নেই, কোনো মূল্য নেই।
তাদের স্পর্শে ঠান্ডা বাতাস বয়ে যায়,
তাদের দৃষ্টিতে আলোর ঝিকিমিকি নেই।
জীবন হারিয়ে ফেলেছে সৌন্দর্য কবেই,
তাদের আবেশে শস্যশ্যামলার প্রেম নেই।
মমতাশূন্য মানুষ, হৃদয়হীন প্রাণী,
তাদের অস্তিত্বে পৃথিবীর ভালোবাসা নেই।
মমতা জীবনের প্রাণ, মানুষের সৌন্দর্য,
মমতাশূন্য মানুষ গুলো জীবন্ত মৃতদেহ তাই।
মন্তব্য করতে ক্লিক করুন