যুগে যুগে পরিবর্তিত হয় এই পৃথিবী,
জীবন রূপে কতো নতুন আবির্ভাব ।
অজানা থেকে জন্ম নিয়েছে জীব,
বিবর্তনের স্পর্শে হয়েছে পরিবর্তন।
সাগরের অতলে এককোষী জীবের ,
ক্রমে বিবর্তিত হয়েছে প্রাণী জগৎ।
ডিম থেকে জন্ম, জরা থেকে মৃত্যু,
জীবনের নিয়মে চলেছে কালচক্র।
প্রাকৃতির মাঝে টিকে আছে যারা,
তার সাথে মানিয়ে নিয়েছে তারা।
মৎস্য থেকে উঠে এলো স্থল প্রাণী,
বানর থেকে বিবর্তিত হয়েছে মানুষ।
বিজ্ঞানে উন্মোচিত হয়েছে রহস্য,
জীবাশ্মে গেছে পাওয়া যে প্রমাণ।
জিনের পরিবর্তনে বৈশিষ্ট্যের সৃষ্টি,
প্রজাতির লড়াইয়ে টিকে শক্তিশালী।
মানুষও বিবর্তিত হবে, হবে উন্নত,
বিজ্ঞানের হবে পৃথিবী আলোকিত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন