শূন্য বেঞ্চ, নীরব আশপাশ,
হাওয়ায় ভেসে যায় স্মৃতির ধূসর দুপুর ।
বসে ছিলাম একদিন এখানে আমি,
তোমার সাথে, হাসি মুখর একটি দিনে।
চারপাশেতে তাকিয়ে দেখি কেউ নেই পাশে,
শুধুই তোমার স্মৃতি ভেসে বেড়ায় আনমনে।
একদিন হয়তো আসবো আবার ফিরে,
এই শূন্য বেঞ্চে তোমার কথা ভেবে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন