মধু মঙ্গল সিনহা

কবিতা - স্বাগতম

লেখক: মধু মঙ্গল সিনহা

নতুন সূর্যের আলোয়, ঝলমলে ভোরের গান,
প্রকৃতি জাগে, হৃদয় করে আনন্দিত প্রাণ।

ফুল ফোটে রঙিন পাখির কলতানে জেগে ,
বাতাস বয়ে নিয়ে আসে সুবাস ভেজা মেঘে।

শিশু হাসে খেলে মুখে তার ভাঙা ভাঙা বুলি ,
জীবনের স্পন্দন ছুঁয়ে মন আঁকে ছবি তুলি।

স্বাগতম এই সুন্দর দিনে ভুলে দেছি সব দুঃখ,
নতুন জীবনে আমি খুঁজে নেবো জীবনের সুখ।

৫৭০
মন্তব্য করতে ক্লিক করুন