কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
মাহবুব উল আলম চৌধুরী

ছবিতে কবিতা (বাণী) - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

লেখক: মাহবুব উল আলম চৌধুরী

❝এখানে যারা প্রাণ দিয়েছে
রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়
যেখানে আগুনের ফুলকির মতো
এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ
সেখানে আমি কাঁদতে আসিনি ……
….. ফাঁ-সির দাবি নিয়ে এসেছি 

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন