আমি সেখান থেকে এসেছি, যেখানে আমার স্মৃতি আছে
মানব জন্মের, আমার একজন মা আছেন
আছে অনেক জানালাকাটা একটা ঘর,
আছে ভাই, বন্ধু এবং একটা ঠাণ্ডা জানালার কারাকক্ষ।
সমুদ্রচিলের লাঞ্ছনার মতো, আমার নিজস্ব ঢেউ আছে,
আমার আছে নিজস্ব দৃষ্টিভঙ্গি
এবং একান্ত আপনতম ঘাস।
শব্দের নৈঃশব্দ্যের ভেতর একটি চন্দ্র আছে আমার,
অনেক পাখি আছে,
আর আছে চিরন্তন জলপাই গাছগুলো।
এই ভূমিতে আমি হেঁটে গেছি অবিরাম
তরবারির রাজত্বের বহু আগে থেকে।
আমি সেখান থেকে এসেছি, তার জন্য আমি আকশে প্রতিভাত হয়েছি
এক আকাশজুড়ে যখন আকাশ কেঁদে উঠেছে তার মায়ের জন্য
এবং আমি নিজেকে আবিষ্কার করি ফিরে যাওয়া একটা শীতের মতো
আমার জানা শব্দগুলো আমাকে শিখতে হয়েছে রক্তের ওপর পা ফেলে ফেলে
যার কারণে নিয়মভাঙা আমার খেয়ালের অধিক কিছু নয়।
আমি যত শব্দ শিখেছি আর যত শব্দ ভেঙেছি, সবই
শুধু একটিমাত্র শব্দের জন্য, জন্মভূমি…
মন্তব্য করতে ক্লিক করুন