কবিতা - এই হোক তবে শেষ হনন আত্মহনন খান্ডবদাহন

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

হোক সে তিন কিংবা ত্রিশ, সাত কিংবা সত্তর কী এসে যায় তাতে!
আছেতো তার এক শরীরের গোপন রহস‍্য-ভাঁজ,
যার অমোঘ টানে নররূপী পতঙ্গ ধেয়ে যায় দিশেহারা হয়ে
বিবেক বন্ধক রেখে শয়তানের কাছে কোন সে সুখের মোহে
এই হনন-আত্মহনন-খান্ডব দাহন!

তাহলে সমাজ কোথায়? কোথায় উর্ধমুখী সমাজের সারি!
যার মধ‍্যে বিচরণ করে এই মানবকীটেরা
সমাজের অনুশাসন শাসন শিক্ষণ দন্ডন কোথায় তবে?
কোন সে পতনের সুখে অতঃপর এই
হনন-আত্মহনন-খান্ডব দাহন!

আপাদমস্তক সমাজটাই কি টক্সিক হয়ে গেছে
এই মানবকীটের সুখ-বিলাসের বিষে?
এই মানবরূপী কীট এত পয়জনাস!
আর সমাজ এতটাই নিঃস্ব?

হে বেহেস্তের নিষ্পাপ আত্মা! অস্ফুট মানবী!
তুমিই বিধাতার কাছে ফরিয়াদ করো-
তোমার যন্ত্রণার, তোমার জীবনের বিনিময়ে
এই সোনার(!) বাংলায়
এই হোক তবে শেষ হনন আত্মহনন খান্ডবদাহন।

কেননা, আমরা সকলেই তোমার কাছে মহা অপরাধী
তাই আমাদের কোন ফরিয়াদ নেই।

৯৫
মন্তব্য করতে ক্লিক করুন