আমার বিধাতার কোন সাম্প্রদায়িক নাম নেই
সার-নেম! তাও নেই। কোন প্রয়োজন ছিল না
আমার বিধাতা কেবলই বিধাতা
চরম সময়ে এক পরম শান্তির প্রলেপ
দিয়ে যায় সকলেরে
সকলেরই অজান্তে
 
আজ তার ক্রন্দন শুনি; মহাক্রন্দন
মহাবিশ্বের ঢেউয়ের ভেতর
এই হোমোস্যাপিয়েন্ট, যারা কিনা প্রতিভূর দল
শত শতকোটি তারাই আমার বিধাতাকে
আজ করেছে খন্ডিত-বিখন্ডিত, রক্তাক্ত
ভেতরে বাহিরে
 
আবার নেপথ্যের ফাদার-গডফাদার এই মানুষ
যখন বাহিরে রক্তাক্ত করে এই মানুষেরে
আমি তার ভেতরে
আমার বিধাতার বিধ্বস্ত প্রতিচ্ছবি দেখি
কেননা, তারাতো তারই প্রতিভূ
 
বহুদা বিখন্ডিত আমার বিধাতা আজ তাই
মহাক্রন্দনরত
সময়ের ঢেউয়ের ভেতর অবিরত
আমি তার ক্রন্দন শুনি;
বাতাসের শনন, বৃষ্টির ঝনন,
এমনকি ঝন্জাক্ষুব্ধ সাগরের রণন চিৎকারে
আমি তার অব‍্যাহত মহা ক্রন্দন শুনি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন