মানুষ কোথায়

মোঃ আব্দুল মজিদ এনডিসি

সম্মুখে চেয়ে দেখি আছে ওরা, ওদের ভেতরের ওরা
চোখে আগুনের গোলা, কোমরে অদৃশ্য ছোরা
হাতে কৃত্রিম ফুলের তোড়া, তাতে রহস্য সুবাস
বুকের ভেতরে তাদের অজানা আকাশ
কী ভাবে, কী বলে, কীবা তাদের আচার
কিছুই বুঝি না, তাদের উদ্ভট কারবার

বড্ড রহস্যময়। ডান পাশে ফিরে দেখি
ওরা যেন কারা! ছদ্মবেশি, উৎকট মেকি
অতিসন্তর্পণে চলে
আকারে ইঙ্গিতে কী যেন বলে
এদিকে ওদিকে কী যেন দেখে বাজপাখি চোখ মেলে
হঠাৎ মিলিয়ে যায় কেউ যদি বুঝে ফেলে

অকস্মাৎ বাম দিকে দেখি ফিরে
কারা যেন আছে আমায় ঘিরে
কেবলই পায়ে পায়ে চলে
আর রহস্য দৃষ্টি ফেলে
সেল-ফোনে কথা বলে দূরে কারো সাথে
হয়তো করবে মাত পেলে সুযোগ কোনমতে

অতঃপর, পেছনের দিকে তাকাই
আমি অবাক হয়ে যাই
অজানা কারা যেন অনুসরণ করে
অনেক রাস্তায় অনেকক্ষণ ধরে
থাকে তাকেতাকে
কী চায় ওরা, আমার সবকিছু নাকি আমাকে

ধীরেধীরে চলি
আর মনেমনে বলি
আমার চারিদিকে ঘিরে আছে যত যারা
ওরাতো কেউ নয় আমার তারা
তাই অবাক আমি অবাক ভাবি অবাক করা রাস্তায়
তাহলে মানুষ কোথায়!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন