কবিতা - সত্য এবং সুন্দরের কোন ডামি হয় না

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

আমরা আছি যেন এক আজব সত্যের স্বর্গে! তবে কেন ধর্মে
বলা হলো-সত্যম-শিবম-সুন্দরম? আমরা কি তবে মর্মে মর্মে
বড়বেশি বিভ্রান্ত হয়ে আছি? ‘সত্যই’ কি ‘কল্যাণ’ নয়? ‘কল্যাণই’ কি ‘সুন্দর’ নয়?
এভাবেইতো জানি ঘরে-ঘরে, এ জগৎ সংসারে প্রিয় সে স্বর্গ রচিত হয়
যুগেযুগে। যাহা সত্য, তাহা সুন্দর; যাহা সুন্দর, তাহা-ই কল্যাণ-শান্তি
এই মহামিলনেই তো কাংখিত সে স্বর্গ! এতে কোনও বিভ্রান্তি
থাকার কথা নয়, ছিল না তো কোন দিন।
তবে কেন আজ এক অদৃশ্য আঁধারে আমরা সকলে বিলীন
হয়ে আছি কুয়াশার মতো, যে আঁধার কোনদিনও আর হয় না দৃ্শ্যমান
এখানে যাকিছু দেখা যায় তা সত্য নয়, যা সত্য, সত্যের অবধারিত বিধান
তা কখনো দেখা যায় না। এখানে মিথ্যা সূর্যের আলোর মতো
নির্লজ্জভাবে তোমাকে আমাকে অবিরত
ঢেকে রাখে। আমরা তখন ক্রমশঃ ভয়ংকর অসুন্দর হয়ে যাই বাইরে ভেতরে
আর আমাদের সকলের মাঝে অসুন্দর রাজত্ব করে
বড় দাপটের সাথে। সে মানুষ তখন দিকেদিকে অকল্যাণের ঝান্ডা উড়ায়
আর দুহাতে মানুষের, প্রকৃতির সবকিছু নির্দয়ভাবে কেড়ে নেয়
এমনই করে মনহর মানুষ তখন মানুষ থেকে ক্রমশঃ নরকের কীট হয়ে যায়;
শুধু গালি খায়, আর গালি খায়
তবুও নকল সাধু সাজে! ডামি হিরো সাজে তারা! – আজ এমন কেন হলো!
আর সত্য ও সুন্দর কোথায় বা হারিয়ে গেল,
তা আজ বোধে আসে না। আর কবি তো বলেছেন এক প্রগাঢ় বিশ্বাসে-
‘Beauty is truth, truth beauty,’ যা সব মানুষেই ভালোবাসে
আর এটাইতো শাশ্বত এক গয়না, চির কালের গয়না
কেননা, সত্য এবং সুন্দরের তো কখনো কোন ডামি হয় না।

১৪৩
মন্তব্য করতে ক্লিক করুন