আজ বিকালে
বৃষ্টি হলে
রিকশা চেপে ওরা দুজন ফিরুক
পড়া শেষে এক চাদরে
ওদের দেখে সবাইহিংসে করুক।
মিথ্যে ভালোবাসার শহরে
এ শহরে এমন কত
ভালোবাসার গল্প হারিয়ে যায়,
জীবনের কসাইখানায়।
যেমন ধরো,
গল্প একটা ছিলো তো আমারো
তোমার কি মনে পড়ে
বই পড়তাম ঘরে
তোমার চুরি শব্দরা ঘুরতো
আমার আশে পাশে,
শব্দেরা হারাই জেতো
তুমি ওঠেতে হসে,
আজো জীবনবই এর পাতা ওড়ে,
তোমার স্মৃতি আগুনে হৃদয় পোড়ে
ভালোবাসায় লেখা কবিতা গুলো ঘোরে।
কার্বন পোড়া এই কংক্রিটের নগরীতে
সেই দিন তো তোমার গলিতে
হঠাৎ মাধবীলতার গন্ধে আটকে
খুঁজছিল চোখ তোমাকে
যখন ঐ গম্ভীর অট্টালিকারদের
ফাঁকে ফোকরে চাঁদ মারে উকি ঝুঁকি
তোমায় মনে পড়ে মন হয় ভীষণ একাকী
ছুটে চলা ব্যাস্ত শহরে,
তোমার কখনো কি
আমার কথা মনে পরে??
অথচ কত স্বপ্ন তুমি ও
দেখেছিলে আমাকে ঘিরে
সময় নিয়ন্ত্রিত মুখগুলোতে
তবুও তোমায় খুঁজে ফিরি ,
তোমায় ভীষণ মনে পড়ে
ইট কাঠ পাথুরে
হৃদয় হীন এই শহরে
যখন দেখি
প্রিয়তমার অপেক্ষায়
প্রিয়তমার জন্য ফুল নিয়ে যাওয়া হাতে
বারবার ঘড়ি দেখে
কিঞ্চিৎ বিরক্ত নিয়েও
মুচকি হাসিতে সময়কে চায় ভুলতে
কারণে এ শহরে ভালোবাসার গল্পগুলো
হরিয়ে যায়, বাচার তাগিদায়

© Manab Mondal

পরে পড়বো
৩৯
মন্তব্য করতে ক্লিক করুন