তোমায় চায়
মানব মন্ডল
বসন্তের নরম বাতাসে,
আজ যেনো ভেসে আসে
তোমার গন্ধ,
চিকচিক করে হেসে
ওঠা বিলের জলে,
জেনো তোমার চলার ছন্দ।
পূর্নিমা জোসনার খোঁপায়
জ্বল জ্বল করছে তারা ।
মন চাইছে তোমায়
এ সমুদ্র শুন্যতা নিয়ে
হৃদয় দিশাহারা।
আজ যেনো ভেসে আসে
তোমার গন্ধ,
চিকচিক করে হেসে
ওঠা বিলের জলে,
জেনো তোমার চলার ছন্দ।
পূর্নিমা জোসনার খোঁপায়
জ্বল জ্বল করছে তারা ।
মন চাইছে তোমায়
এ সমুদ্র শুন্যতা নিয়ে
হৃদয় দিশাহারা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন