গোকুলকে সবাই জানে, চিনে রাখলো ডি.আই. বি’র লোক
স্টেট্ স্ ম্যান পড়ার ফাঁকে আড়চোখে, গোকুলের মা
অন্ধকার ঘন হ’লে বলেছিলো, ‘আর নয়, এবার ফিরে যা’—-
ফেরার আগেই খাকি রঙের বিদ্যুৎ দরজায়,
রিভালবার গর্জে ওঠে, গর্জায় গোকুল,
রাস্ট্রীয় ডালকুত্তা ঝুঁকে ছিঁড়ে নিলো এক খাব্ লা চুল
রাতকানা মায়ের চোখে কুরুক্ষেত্রে বেল্টের পিতল, বুট,
. জলস্রোতে নামে অন্ধকার,
শবচক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ,
পাথরে পাথরে গর্জে কলোনির সুভদ্রার শোক।
অধ্যাপক বলেছিলো, ‘দ্যাট্ স্ র-ঙ্ , আইন কেন তুলে নেবে হাতে?’
মাষ্টারের কাশি ওঠে, ‘কোথায় বিপ্লব, শুধু মরে গেল অসংখ্য হাভাতে!’
উকিল সতর্ক হয়, ‘বিস্কুট নিইনি, শুধু চায়ের দামটা রাখো লিখে।’
চটকলের ছকুমিয়া, ‘এবার প্যাঁদাবো শালা হারামি ও. সি-কে।’
উনুন জ্বলেনি আর, বেড়ার ধারেই সেই ডানপিটের তেজী রক্তধারা,
গোধূলিগগনে মেঘে ঢেকেছিলো তারা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন