মারজুক রাসেল

কবিতা - চন্দ্রপ্রদান

মারজুক রাসেল

চাঁদটা কারও বোঁটায় ঝুলে আছে–এ-রকম চোখে হলো।
পাকলে হাওয়া ফেলে দেবে।
পাকতে কেমন সময় লাগবে–কচ্ছপ জানতে পারে;
‘বিরল’ করার আগে তার ভাষা শেখা গেলে
কবিতা লেখার কাগজ কমবে না।

১৮১
মন্তব্য করতে ক্লিক করুন