মারজুক রাসেল

কবিতা - ঘোড়ারোগ

লেখক: মারজুক রাসেল

তোমার গলায় বিছানা নাই।
বসতে বলছিলা, শুইতে চাইছিলাম;
দাঁড়াইয়া ঘুমাইয়া জাইগা দেখি ঘোড়া হইয়া গেছি–
তুমি নাই; যে ঘাসের উপর বসতে বলছিলা, তারাও নাই;
খিদা আমারে লাগাইতেছে–
না-খাইয়া-মরার জিভ থিকা বাঁচাও;
ঘাস অথবা মদ পাঠাও।

৪০৮
মন্তব্য করতে ক্লিক করুন