মারজুক রাসেল

কবিতা - ঘড়িপাল্লা

লেখক: মারজুক রাসেল

ঘৃতকুমারীরও বিয়া হইয়া গেলো!
একটা মাটির সাপের গলায় একটা প্লাস্টিকের সাপের প্যাঁচায়া-থাকার-১৯৮৭ আর
আমি একসাথে মরবো–এইটা আরো পাকাপোক্ত হইয়া চড়লো–নামাইতে
পারবো না।

এদিকে টানবাজার থিকা সদাই না-করলে, খাওয়ায় বরকত হয় না!…
আমি বাদে একটা কাঁচের গ্লাস জানতো, পকেটে ছোবল খাওয়ারও পয়সা নাই–
তারও তিন ঘুম পরে, একজন সুমারীরে পকেটে শোয়াইতে গিয়া দেখি, পকেট নাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন