আমার হাত থেকে ছুটে পড়া রাস্তাটা এঁকেবেঁকে,
সোজা, এঁকেবেঁকে কবরস্থানে গিয়ে শেষ হয়েছে।
রাস্তার দুই পাশে, হেক্টর হেক্টর জমিতে হাসপাতাল-ক্ষেত–
গেলবারের তুলনায় এবারের ফলন বাম্পার, ৩ গুণ; দেখতে-
দেখতে ঔষধের দোকান খুশিমুখ, ফ্রিজ। পাখিরাও অ্যাম্বুলেন্সের
শিস শুনে-শুনে নিজেদেরটা ভুলে গেছে। ক্ষয় নাই।

১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন