গতকাল আসিনি, গতকালের পোশাকে এসেছি–
দরজা হিজাব খোলা;
চোখ দেখে সূর্যে যাবে সানগ্লাস,
ডানা খুলে পাখি গিয়ে বিমানে চড়বে,
জঙ্গল ডাকছে, গোলাপ রেখেই চলে যাব, শোনো —
আমাকে দেখেও আয়না অক্ষত জীবিত থাকবে;
তুমি এরপর বিছানাকে ঘুম পাড়িয়ে সাজো।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন