মারজুক রাসেল

কবিতা - শম্বুকপ্রগতি

লেখক: মারজুক রাসেল

শীতকাল তোমারে আর খাবে না পাতিহাঁস–আমারে তোমার খাওন কইরা লও।
আমারে ‘শামুক’ বানানোর কাঁচামাল আনতে ভবিষ্যকালে গিয়া ফেরে নাই তিনজন।
কেউ কানতেছে–’ফেরার ভেলা পায় নাই।’, কেউ হাসতেছে—’কবুতর ছিল
না।’, কেউ ফুঁসতেছে–’ম্যাপ হারায়া ফেলছে।’…

সূর্য তোমাদের উপরে ওঠে বইলা জোয়ার আমাদের নিচে আইসা ভাসার আনন্দ
শেয়ার কইরা ‘ফেরে নাই তিনজন’-রে খুঁইজা আনার আশা প্রতিদিন দিয়া যাওয়ার
পর থিকা মাকড়সা তার পায়ের ৪টা দিয়ে আমাদের ধৈর্য ধরা, ৪টা দিয়ে
আমাদের জাল-বোনা দ্যাখে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন