মারজুক রাসেল

ইংলিশপ্যান্ট আর স্যান্ডো পরে শরৎ–গায়ে রোদ, ছায়া,
ঘাম, অন্ধকার শুকায়শিউলি ফোঁটায়, ঝরায়–তাল
পাকায়–শাদাড্রেস-কাশফুল-মেয়েদের-ইশকুল ছুটি দেয়–
পাখির বাসা ভাঙা-না-ভাঙার দ্বন্দ্বে ভোগে—’দুইটা কুকুর
দুই দিকে মুখ, একটা চতুর্পাশে’–আরতিতে নাচে–সূর্য
ডোবার শব্দ শোনায় প্রতিমা ডোবানোর অনেক
আগে–ধূপগন্ধ-মেঘফুল শোঁকার পর হাতের তরল
জ্যোত্সা মোছে নারকেল গাছে।

১৭২
মন্তব্য করতে ক্লিক করুন