মারজুক রাসেল

কবিতা - স্লিপওয়াকে যতদূর যাওয়া যায়

মারজুক রাসেল

অন্ধকার, তুমি মোটা হইয়া যাইতেছ–
আলো দেখাও; আলো তার চেম্বার ২৪ ঘণ্টা খুলে রাখে–
ক্লায়েন্ট না-আসা পর্যন্ত কামসূত্রের ছবি আঁকে।
লোকেশন গুগল জানে না, ঘৃতকুমারী জানে–
কাঁচা হলুদ, থানকুনি, এককোষী রসুন, মানকচু, ডাব,
তোকমা, তালমিছরি, মেথি, কলমি শাক, নিমপাতা,
আদা, পেঁপে, জিরা, তিসি, সজনেপাতারাও জানে।

১৮৬
মন্তব্য করতে ক্লিক করুন