মোঃ শামছুউদ্দিন হাওলাদার

কবিতা - আলোকিত জীবন

লেখক: মোঃ শামছুউদ্দিন হাওলাদার

হতভম্ভ হয়েছে মোর অভেগ অনুভূতি
দেখে দুর্লভ তোমার রুপের জ্যোতি
আকাশ ভেদিয়া আসা তুমি স্বর্গীয় পরী
দরাতে উপমাহীন তুমি যেন রুপের তরী।
শ্বাশত স্নিগ্ধ কমলতায় ঘেরা
লাউয়ে ডগার মত সরু ঠুটের হাসি,
তিমির আধার কাটিয়ে আলোকিত করে
ঘোর অন্ধকার আমাবস্যা নিশি।
হরিনীর মত তোমার আখি যুগল
যেন অনন্ত মায়ার অট্টলিকা,
একটি পলকেই দূর করে দেয়
এ মনের সকল ভিবিশিখা।
রেশমের মত কেশে খেলা করে যেন
একরাশ আধারে ঘেরা মেঘমালা,
তুমি শিল্পীর মোনালিসা কবির কবিতা
গায়কের রানী বিন্দুবালা।
নির্মল বাতাশেও অনুভব করি আমি
তোমার গায়ের সুঘ্রাণ,
ফুলের শৌরব যত রুপের গৌরব
তোমার কাছে হয় ম্লান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন