ঈদের আনন্দ

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক, ঈদ মোবারক,
জিলহজ্জে ১০তারিখে হয় ঈদুল আযহা,
ধনী ওগরিব সবার মনে আনন্দ আর মজা,,
হিংসাদ্বেষ ভুলে নাও এটা গুরুজনের শিক্ষা,
অনেক ত্যাগ মাঝে বিলিয়ে হয় কুরবানি শিক্ষা,,
আবেগের মনে পশুত্বকে করবে কুরবানি,
ধর্মপ্রান মুসলমানের ঈদের আনন্দে উপভোগ,
রাগ-অনুরাগ যতই থাকুক,
হৃদয় যত পষান ভাইয়ের সাথে মিলবে,
ভুলে যাবে অভিমান,
এবার এলো ঈদের খুশি আনন্দ,
সর্ব মুসলিম মুখে ফুটছে সুখের হাসি,
একতাভাবে নামাজ পড়বে ঈদের দিন,
নামাজ পড়া শেষে সবাই করবে কোলাকুলি,
মুসলামনে বড়ই খুশিই পবিত্র উৎস,
বৃদ্ধ, ধনীও গরিব সবাই মুখেই আসে রব,,,।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন