ক্ষমতা অগ্রবাদ
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
ক্ষমতা জোড়ে শেষ হয়েছে সত্য বলার দম নেই,
দেশে কথা কী বলবো আর নেই তো স্বাধীনতা,
দেশে এখন পাড়া পাড়া পাতি নেতা ভরে গেছে,
তারা ক্ষমতা দোহাই দিয়ে করছে অপরাধ প্রবনতা,
ওদের নির্মম অত্যাচারে এলাকার মানুষ করেছে হা হা কার,
কেউ যদি ওদের বিরুদ্ধে করবে প্রতিবাদ,
পরে দিন সে হয়ে যাবে গুম নয়তো তার লাশ,
এসব কারনে সাধারণ মানুষে মাঝে আতঙ্কের বিরাজমান, ক্ষমতাপ্রভাবে মানুষের মান সম্মান হানি,
ওই ক্ষমতা অগ্রবাদ দিয়ে করছে মানুষের জমিজমা দখল,
যেই তোর ক্ষমতা শেষ হবে একদিন তো দিতে সবই মাশুল।
দেশের বিচার নামে করেছে এক তরফা কায়েম,
ক্ষমতা আর ক্ষমতা নিয়ে বড়াই করিস না।
ক্ষমতা চিরস্থায়ী নয় বলেন পন্ডিত মহাশয় বলেন,
সেই দিন ক্ষমতা থাকবে না
তখন সাধারন উস্টা লাঠি খেতে খেতে মরবি।
দেশে কথা কী বলবো আর নেই তো স্বাধীনতা,
দেশে এখন পাড়া পাড়া পাতি নেতা ভরে গেছে,
তারা ক্ষমতা দোহাই দিয়ে করছে অপরাধ প্রবনতা,
ওদের নির্মম অত্যাচারে এলাকার মানুষ করেছে হা হা কার,
কেউ যদি ওদের বিরুদ্ধে করবে প্রতিবাদ,
পরে দিন সে হয়ে যাবে গুম নয়তো তার লাশ,
এসব কারনে সাধারণ মানুষে মাঝে আতঙ্কের বিরাজমান, ক্ষমতাপ্রভাবে মানুষের মান সম্মান হানি,
ওই ক্ষমতা অগ্রবাদ দিয়ে করছে মানুষের জমিজমা দখল,
যেই তোর ক্ষমতা শেষ হবে একদিন তো দিতে সবই মাশুল।
দেশের বিচার নামে করেছে এক তরফা কায়েম,
ক্ষমতা আর ক্ষমতা নিয়ে বড়াই করিস না।
ক্ষমতা চিরস্থায়ী নয় বলেন পন্ডিত মহাশয় বলেন,
সেই দিন ক্ষমতা থাকবে না
তখন সাধারন উস্টা লাঠি খেতে খেতে মরবি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন