মহামারি করোনা

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

এমন করোনা শহর হলো বড্ড ফাকা
কোথায় থাকবে না কোনো যানজট
করোনা ও করোনা এটা কেমন করোনা
প্রভাবশালী ও রাজনীতিতে কেনো থাকে না করোনা
শুধু জনসাধারনের কাজে মাঝে আসে করোনা,
সারাদেশে চারদিকে দেখি হাহাকার,
এমন করোনা এলো দেশে মানুষ
না খেয়ে মরবে খিদার জ্বালা,
জনমানুষের দাবি-দাওয়া চাওয়া সাথে করোনা বাড়ে
হা হা হাইরে করোনা এটা কেমন করোনা।
করোনা তে স্কুল কলেজ বন্ধ হলো,
শিক্ষার্থীরা করবে অনলাইনে ক্লাস,
তারা এখন পড়ালেখা বাদ দিয়ে খেলছে ফ্রিরিপাই আর ফাইবজি,
হা হা হাইরে দেশের শিক্ষা ব্যবস্থা।
লকডাউন পরিবর্তে আসলে শার্টডাউন,
ছুটছে তারা শহর ফাকা
কেমন করবো গরিব অসহায়
করোনা তে বাদ হচ্ছে না কিস্তি টাকা,
হা হা হাইরে করোনা এই কেমন করোনা।
সামনে আসছে কুরবানি ঈদ
না কোনো তাদের ইনকাম
কেমন করে আসবে তাদের পকেটে টাকা।।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন