অন্তরের পরাণ বন্ধু

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

মনটা আমার ভীষন খারাপ
বসে আসি একা,
অন্তরের পরান বন্ধু আছো কোথায়,
কবে পাবো তোমায় দেখা।

তোমায় ভেবে ভেবে আমার
রাত হয়ে যায় ভোর,
মনের কথা বলবো কারে
দেখা পাই না তোকে ।

তুই যে আমার মনের বাতি
আন্ধার ঘরের আলো,
অন্তরের পরান বন্ধু তোরে আমি
বাসি অনেক ভালো।
প্রেয়সী আমায় চলে গেলো কেনো,
জানতে পারলাম না।
ভালো থাকো সুখে থাকো
অন্তরের পরান বন্ধু।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন