মোঃ শামছুউদ্দিন হাওলাদার

কবিতা - ওরে আমার ময়না পাখি

লেখক: মোঃ শামছুউদ্দিন হাওলাদার

পুতুলের মতো মুখটি তার
মায়াবী দু’টি আঁখি,
এত ভালো বেসেছি তারে
নাম দিয়েছি সোনাপাখি।

যারে কাছে পাবার আশায়
কাটতো আমার নিত্ত,
তারে হারিয়ে দুঃখের সাগরে
ভাসিয়ে দিয়েছি চিত্ত।

জানিনা কোথায় আছে -কেমন আছে,
আছে কি সে সত্যিই ভালো,
তারে না পেয়ে অঙ্গার হলো
এ-দেহ মনের আলো।

না বলে গেলো চলে
বললো না কথা একটি বার,
বিশ্বাস করো তারে ভুলে
থাকতে পারছি না আমি আর,
শুনতে কি পাইনা সে
এই হৃদয়ের হাহাকার।

ব্যাথার আঘাতে করেছে
আমায় ক্ষত – বিক্ষত,
ছিন্ন – বিছিন্ন করে
দিয়েছে আমায় শত শত।

আজ সে অন্যকে
কাছে পাবার আশায়,
ভুলে গিয়েছে শুধু আমায়,
না পেয়ে তারে কষ্টে কাটে সময়।

চিন্তায় চিন্তায় যাচ্ছে কেটে প্রহর,
না পেয়ে তারে হারিয়ে
ফেলেছি সুখের লহর।

আজ দুঃখ হলো চিরসঙ্গী,
কেমনে দেবো পারি,
দুঃখে ভরা জীবন নামের নদী।

বুকে বাঁধে বাঁসা
আশার নিরবধি,
একদিন পাবো তারে
সকাল – সন্ধ্যা ভাবি।

মিথ্যে মায়ায় জড়িয়ে
কেন একা একা কাঁদি,
সত্যি বলছি আজো তারে
অনেক ভালবাসি,

সত্যের জয় হবেই
একদিন জানি,
ব্যথাতুর জীবনে একাই
কেঁদে মরি।

তবুও, হায়! তারে ডাঁকি
আমার দেয়া নামটি ধরে,
খোদার কাছে প্রার্থনা করি
রেখো ভালো তারে,
আমার সোনাপাখি-রে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন