মোঃ শামছুউদ্দিন হাওলাদার

কবিতা - শুনতে পাও কি আমার নন্দিনী

লেখক: মোঃ শামছুউদ্দিন হাওলাদার

আজও রাত গভীর হয়
অনুভূতি গুলো নাড়া দেয়
অতৃপ্ত হৃদয়ের গহীনে
সৃষ্টি হয় কিছু তরঙ্গ
শুনতে পাও কি তুমি?

বিদঘুটে আঁধারের বুকে
খুঁজে ফিরি সেই আলিঙ্গন
আর কিছু প্রিয় বচন
নিভৃতে আমার-ই মত করে
আমাদের সেই কানাকানি
এখনও বাজে হৃদয় বীণায়
তুমি কি শুনতে পাও
নন্দিনী??

হাতে রেখে হাত
আর চোখে চোখ রেখে
আমাদের বলা মনের কথা গুলো
প্রতিধ্বণী হয়ে ফিরে ফিরে আসে
শুনতে কি পাও
প্রিয় নন্দিনী??

কিছু কথা যা ছিলো একান্ত দুজনার
শুনেনি কোনো তৃতীয় পক্ষ
শুধু ফিস ফিস করে বলেছিলাম
তোমায় আর তুমি আমায়
আমি প্রতিনিয়তই শুনছি
নন্দিনী,
তুমি শুনতে কি পাও?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩০৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন