কবিতা : আমি বীরের সন্তান
*————*————*————*
*———–*————–*———–*
আমি ভয় মানি না, শত্রুর ধমক থামাই না,
আমি বজ্র হয়ে বাজি, অগ্নি হয়ে ঝরি!
ওরা চায় মুছে ফেলতে বাংলা মায়ের মুখ?
ওরা চায় মাটির গায়ে বিষের ছোঁয়া দিতে?
ওরা আঘাত হানে, আবারও হানে?
— তবে শোন্ ওরে শত্রু, শোন্ আকাশ বাতাস!
আমি সেই বীরের জাতি —
রক্তে ধোয়া খাঁটি মাটির সন্তান!
আমি সেই বজ্রের শপথে উঠি,
আমি যুদ্ধের অগ্নিস্নানে পুড়ে হই নব জন্ম!
ওরা যদি বন্ধুত্বের ঘর ভাঙ্গতে চায়,
ওরা যদি এক ইঞ্চি মাটিতে হাত বাড়ায় —
আমি ফুঁড়ে উঠবো ভূমি,
আমি ফাটিয়ে দেবো গগন!
আমি রক্তে লিখবো বিজয়,
আমি তলোয়ার হয়ে ছুটবো যোদ্ধাবেশে,
আমি জেগে উঠবো আগুনের রথে চড়ে —
বলবো শপথ করে, বজ্রকণ্ঠে:
“বীর বাঙালি অস্ত্র ধর!
বাংলাদেশ স্বাধীন কর!”
ইনশাআল্লাহ্!
আমি মৃত্যুকে করবো লাঞ্ছিত,
আমি জীবনকে করবো অমর!
আমি জাগবো, আমি বলবো, আমি গর্জে উঠবো —
জয় বাংলা! জয় বাংলাদেশ!
চিরজীবী হও তুমি!
জয় জয় জয় আমার জন্মভূমি!
*————*————*————*
*———–*————–*———–*
রাত ০৯ : ২৫ টা / ২৬শে এপ্রিল ২০২৫ ইং, রবিবার।

কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না কিন্তু । ধন্যবাদ