মোঃ হাছিবুর রহমান হাসিব

লেখা : ঘরে ফেরার গল্প
লেখক: মোঃ হাছিবুর রহমান হাসিব
:———————————————–:
:———————————————–:
অনেক আশা ছিল…
অনেক স্বপ্ন ছিল…
প্রতিবারই ভেবেছিলাম—এইবার ফিরব, এইবার হয়তো হবে।
কিন্তু… সময়… সেই কখনো সঙ্গী হয়নি আমার।
প্ল্যান করতাম—ভেস্তে যেত।
চেষ্টা করতাম—ভেঙে পড়ত পথ।
একেকটা দিন যেন যন্ত্রণার চেয়ে বড় পরীক্ষা।

অক্লান্ত পরিশ্রম করেছি…
নিজেকে হারিয়েছি বহুবার,
কিন্তু হাল ছাড়িনি।
কারণ ভেতরে একটাই কথা বাজত বারবার—
“একদিন ফিরব… ঠিক ফিরব!”

আর আজ… সেই দিনটা এসে গেল।
সব বাধা পেরিয়ে,
সব কষ্টকে পেছনে ফেলে…
আমারও পালা এলো ঘরে ফেরার।

হ্যাঁ… আমি ফিরছি…
ঘরে… আমার নিজের মানুষগুলোর কাছে…
যেখানে ভালোবাসা এখনো অপেক্ষায়… আমার জন্য।

এই ফিরে আসা শুধু একটি যাত্রা নয়…
এটা এক যুদ্ধজয়ের নাম…
এটা “ঘরে ফেরার” গল্প।
:———————————————–:
:———————————————–:
রাত: ৮ : ১০ টা __ ১২ জুন ২০২৫ ইং ।
জোরামতল, ফকিরহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন