ওহে প্রিয়তমা
(ভালোবাসার কবিতা প্রেয়সী বউয়ের জন্য)

*-*-*-*—————————*-*-*-*
*-*-*-*—————————*-*-*-*

ওহে প্রিয়তমা, আমি তোমাকে হারাতে চাই না,
এই হৃদয়ে তোমার নামে লেখা দাগ মুছাতে চাই না।
তুমি আছো চোখের পাপড়িতে, নিঃশ্বাসে সুখের ধোঁয়া,
তোমাকে হারানো মানে যেন জীবনটা থেমে যাওয়া।

তোমার অভিমানে যদি দূরত্ব নামে,
আমি হবো সেই মিষ্টিসুর — যা শুধু কাছে টানে
তোমার নিঃশব্দ কান্নায় আমি শুনি ঝরনার সুর,
তুমি বলো না কিছু, তবু তোমার চোখ বলে সব দূর।

খুবই ভালবাসি তোমাকে, প্রিয়তমা, প্রেয়সী বউ আমার,
তোমার হাসিতে ভরে ওঠে এই জীবন—সাজে নতুন প্রহর আর।
তুমি আছো প্রতিটি ভোরের আলোয়, সন্ধ্যার নরম হাওয়ায়,
তুমি ছুঁলেই বুকের গভীরে প্রেম এক নদীর মতো বয়ে যায়।

তোমার অভিমান, তোমার মৌনতা—সবই আমার চেনা,
তুমি বললেই আমি কবি, না বললেই আমি কেবল ভাঙা বর্ণমালা।
তাই বলি, এই ভালোবাসা হোক শেষহীন গান,
তুমি আর আমি—একসাথে, একটানা, সারাটি প্রাণ।

*-*-*-*—————————*-*-*-*
*-*-*-*—————————*-*-*-*

বিকাল ০৫ : ০৩ টা
২০ শে এপ্রিল রবিবার, ২০২৫ ইং
আনসার পোস্ট তিন
পিএইচপি নফ কন্টিনিউয়াস ও গেলভ্যানাজিং মিলস
বড় কুমীরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

৬৩
আবৃত্তি করেছেন: মোঃ হাছিবুর রহমান হাসিব

প্রকাশিত মন্তব্য গুলো

  1. কবিতাটি কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না, ধন্যবাদ।

মন্তব্য করতে ক্লিক করুন