মহ:মহসিন হাবিব

কবিতা - আগুন ছবি

লেখক: মহ:মহসিন হাবিব

আগুন ছবি
মহ:মহসিন হাবিব

শীতের প্রবাহমানতা
বিরাজ করছে মাঠ থেকে মঠে

চারিদিকে শুধু ওঠে
উহু !আঃ! ধ্বনি…

ভয় হয় শীত যদি বলে —

আমি হিমাঙ্ক কে করবো চুম্বন!

অথচ ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে
এমন কুয়াশার বাতাস আসেনি সেই প্রাচীন যুগ থেকে।

শীতের কবলে
বেশির ভাগ মানুষের,শিয়ালের মত,
মুখ থেকে বের হচ্ছে কুয়াশা নাকি আগুনের বাষ্প !

জানিনা…
তবে ওই রকম অবস্থা সবার হচ্ছে!
দেখতে পাচ্ছি নিউজ চ্যানেল,
সমাজ মাধ্যমে।

কতদিন চলবে শৈত্য প্রবাহ
কে জানে?

কি করে বাঁচবে,
নগ্ন দেহের জীবগুলি!
দুশ্চিন্তায় নেই ঘুম দেশের আবহাওয়াবিদদের।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন