নেতাজী – তুমি নিরপেক্ষ
মহ:মহসিন হাবিব
ভ্যাগিস তুমি আজ জনমাওনি!
কালকে জন্মেছ।
আজ জন্মালে – তোমাকেও
দাঁড়াতে হোত ওই কাতারে!
তা না হলে – তোমাকেও
নিরপেক্ষ দলে রাখতাম না!
ধর্মের কনসেপ্টটা তোমার ভুল ছিল না!
ভক্ত সেজে ঠেকাওনি মাথা,
বেশ্যার দাফনে দাওনি ফতোয়া।
যদি পারতাম …
থাকনা ওসব কথা
আজ জানলা খুলে —
গাই একটু সুরেলা গজল
যে সুর ঝুপড়িবাসীদের কানে কান্নার সুর হবে!
কালকে না হয় – তোমার প্রেম ভক্তি উজাড় করে দেবো
গলা ফাটিয়ে বলবো,মেরে ভাইও,মেরে বেহেনও !
তোমার গলায় ভক্তির ফুল দিয়ে –
ইকবালের মত গাইবো,
নতুন সুরে — সারে জাহাসে আচ্ছা…
হিন্দুস্থান স্রেফ হামারা!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন