পাখির মতো উড়তে যে চাই
মুক্তি হাজার ডালে,
ফুলের মত ফুটতে যে চাই
সচ্ছ এক সকালে।

বাঁধ পেরিয়ে ওঠতে যে চাই
নতুন কোনো ভোরে,
প্রেমের ডালে হব কুকিল
কাছে চাইতে তোরে।

নীলের সাথে চলতে যে চাই
হব আকাশ ছবি,
চাঁদ তাঁরা রং আমায় ছোবে
লেখবে আমায় কবি।।