কবিতা - মুক্তির প্রার্থনা

লেখক: মুসা

বন জঙ্গলে ঘেরাও হিংস্র জানোয়ারে
সেখানে করছি বাস বহুত সময়,
হিংস্রতার হুমকির আমি সম্মুখীন
বুক কাঁপে হাঁটু কাঁপে চারিদিকে ভয়।

আমি বাস করি এক মানব সমাজে
মনে হচ্ছে তবে আছি জঙ্গলে লুকায়,
আমার পাশের ঘরে আচরণে ক্ষুব্ধ
মুখোশ পড়া মানব খুব হিংস্রতায়।

ঈশ্বর আল্লাহ এর মুনাজাতে আছি
কখন বেরিয়ে যাব এদের থেকেই
আমার অনেক কথা বুঝানো না যায়
আমার প্রার্থনা যেন আমার হৃদয়।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন