শোকাবহ ১৫ আগস্ট

মুসা

এক পরিবার নিঃস্ব করেনি নিঃস্ব করেছে সব পরিবার,
মুজিবের আছে বাংলার ঘরে জানে নাই ওরা মুজিব আমার।
এই ইতিহাস চির কলঙ্ক বাঙালি জাতিকে বাংলার মাটিতে
এই শোকাবহ নয়তো ভোলার এই দাগ দিলো চিত্ত ঘাঁটিতে।


মুজিব তোমায় ও খুন করেনিখুন করেছিলে এই সত্যকে,
সহজ সরল গরিব দুঃখীর অভিভাবকের সেই রত্নকে।
ছোট-বড় আর বৃদ্ধ জোয়ান পায়নি রক্ষা ওদের থেকেই,
ওরা তবে আর সৃষ্টির শেরা মানুষ ভিন্ন ওদের থেকেই।


অবুঝ শিশুটি শেখ রাসেল যে রক্ষা পেল না নিষ্ঠুর হাতে,
কোন মায়েরই সন্তান ওরা দয়া মায়া আর কি ছিল না তাতে।


দেশের জন্য জীবন কেটেছে কারাগারে আর কি অত্যাচারে?
জীবন যৌবন সব দিয়ে তার কোন নিষ্ঠুরে সেই তাকে মারে।
মুজিব তোমায় মারতে পারিনিমুজিব আমার যে চিরঞ্জীব,
খাঁটি হৃদয়েই চির জাগ্রত নক্ষত্র হয়ে জ্বালবে মুজিব।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন