“বাবার চিঠি কন্যার নামে”
প্রিয় মেয়ে,
তুমি এখনো চোখ মেলোনি, তবু আমি তোমায় দেখি—
প্রতিটি প্রভাতে, প্রতিটি নরম বাতাসে,
তোমার হাসির শব্দ শুনি মনে মনে।
তুমি আসবে, ডিসেম্বরের মায়া ভরা সকালে,
আঁখি মনির কোল জুড়ে ফুটবে তোমার হাসির ফুল।
তোমার আঙুল ছুঁয়ে আমি আবার শিখব জীবন,
তোমার নিঃশ্বাসে পাবো নবজন্মের অনুভব।
তোমার জন্য আমি সাজিয়ে রাখব পৃথিবীর সব গল্প,
বৃষ্টির সুরে শুনাবো কবিতা, রোদে গাইব গান।
তোমার ছোট্ট চোখে দেখব মমতার নতুন পৃথিবী,
যেখানে নেই কোনো ভয়, আছে শুধু ভালোবাসার মান।
তুমি হবে আমার কবিতার প্রাণ,
আমার কলমের সবচেয়ে পবিত্র শব্দ।
হয়তো একদিন বুড়ো হয়ে যাবো ,
তবু তোমার জন্য তার হৃদয় থাকবে অমলিন—
যেন ডিসেম্বরের সকালে প্রথম সূর্যের কিরণ।
মন্তব্য করতে ক্লিক করুন