“অভিমানের আড়ালে ”
“মোঃ রিয়াজ খান”
————————————
যায় যদি কেউ সরে, যায় না সে মন থেকে,
স্মৃতিরা জেগে থাকে, নীরব কান্নার ঢেকে।
ভুলে যেতে চাইলেও, হৃদয় মানতে চায় না,
প্রতিটি নিঃশ্বাসে তারই ছবি ভাসে গোপনে।
যে মুহূর্ত ছিল একসাথে, আজ কেবল স্মৃতি,
চোখে জল এলে ফিরে আসে তারই অনুভূতি।
হাসির আড়ালে লুকানো, কত না বলা ব্যথা,
ভুলে গেছি বললেও, মন জানে সেই কথা।
কিছু সম্পর্ক বাঁচে শুধু নীরবতার মাঝে,
ভালোবাসা তো মুছে যায় না সময়ের সাঁজে।
তাই কেউ গেলে ও থেকে যায় অদৃশ্য ছোঁয়ায়,
ভুলে যেতে চাই, তবুও হৃদয় তাকে চায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন