গরমে গাদাগাদি ভিড়
স্মৃতির ভিড়
বড্ড ভয়ঙ্কর ভিড়।
বেরোবার যায়গা নেই।
ভিড় ঠেলে যত যাই এগিয়ে
ভিড়ের ঠেলায় তত আসি পিছিয়ে।
পচা ভ্যাপসা দুর্গন্ধ
নাক টিপে আর কতক্ষণ?
চড়া গলায় বড্ড চেঁচায়
কানই বা চাপব কখন?
চিনি সব মুখগুলো
কতবার দেখেছি!
অদেখা করব কীভাবে?
স্মৃতিরা ভাঙা রেকর্ডারে
থামছে,চালু হচ্ছে,থামছে আবার।

অসহ্য এ ভিড়
তবু টিকে আছি।
আমার মতো সবাই আছে
তাই আছি।
সহস্র শতাব্দী ধরে আছে
তাই আছি।
নাক কান চোখ
সব খুলে আছি।
এ ভরসায় আছি
অনন্ত মনমহাজগত কবে
সব ভিড় মিথ্যে করে দেবে!
সব ভিড় শূন্য করে দেবে !

২৪
মন্তব্য করতে ক্লিক করুন