মাগো মা

মোল্লা মুস্তাফিজুর রহমান মোল্লা মুস্তাফিজুর রহমান

চারিদিক আলুথালু
ব্যস্ততা থৈথৈ
তারই মাঝে মন বলে
এটা কই ওটা কই
খাই খাই আসরে
জোম্যাটো বা সুইগি
সাজো সাজো মানে শুধু
বেলুন আর ফুল কি?
তারপর যবে তুমি
কাছে এলে ভালোবেসে
কি যে করি মাগো মা
কি বা শুরু কি বা শেষে
সেই মুখে থেকে থেকে
ইতি উতি
চিন্তার ভাঁজ দেখে
বলে উঠো তুমি হেসে
'দূর বোকা !
ওরে খোকা,
ভালো থাক ভালোবেসে
ভালো থেকে
ভালো রেখে'
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. Khub Sundor

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন