আজ - মঙ্গলবার, ২১ মে ২০২৪ - বাংলা

মাগো মা

Author Avatar মোল্লা মুস্তাফিজুর রহমান

চারিদিক আলুথালু
ব্যস্ততা থৈথৈ
তারই মাঝে মন বলে
এটা কই ওটা কই
খাই খাই আসরে
জোম্যাটো বা সুইগি
সাজো সাজো মানে শুধু
বেলুন আর ফুল কি?
তারপর যবে তুমি
কাছে এলে ভালোবেসে
কি যে করি মাগো মা
কি বা শুরু কি বা শেষে
সেই মুখে থেকে থেকে
ইতি উতি
চিন্তার ভাঁজ দেখে
বলে উঠো তুমি হেসে
‘দূর বোকা !
ওরে খোকা,
ভালো থাক ভালোবেসে
ভালো থেকে
ভালো রেখে’

এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. Khub Sundor

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন