স্বামীজীকে

মোল্লা মুস্তাফিজুর রহমান মোল্লা মুস্তাফিজুর রহমান

আমরা স্বার্থ স্বার্থ করি
আর ভোগ সুখে মরি
জীবন আনন্দে
ভালো মন্দে
সকাল সন্ধ্যে
অর্ধসত্য অসত্যে
বৃথা বাসনা বন্দনা করি...

জড়প্রায় উন্মাদ যেন কৃতদাস
অর্থহীন আয়ু প্রতিটি শ্বাস
শুধু তোমার আশ্বাস

যেভাবে তুমি কর আপন
সকলকে নিজের ভাইবোন

ভুলে সব হানাহানি
মনে রাখি বিবেক বাণী...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন