শত প্রশ্ন

মুহম্মদ জাফর ইকবাল মুহম্মদ জাফর ইকবাল

ক্রিকেট মানে যদি ঝিঁঝিঁ পোকা হয়
ফুটবল মানে কেন তেলাপোকা নয়?

ব্যাট মানে যদি চামচিকে হয়
বল মানে তবে কেন ইন্দুর নয়?

‘হায়’ মানে যদি কী খবর হয়
হুতাশ মানে কেন ভালো আছ নয়?

স্যান্ডেল মানে যদি চন্দন হয়
জুতা মানে তবে কেন সেগুন নয়?

লং মানে যদি লম্বা হয়
এলাচি মানে কেন বেঁটে নয়?

রাগ মানে যদি কার্পেট হয়
গোস্বা মানে কেন বিছানা নয়?

লাভ মানে যদি ভালোবাসা হয়
লোকসান কেন তবে খুনোখুনি নয়?

বুক মানে যদি বই হয়
পেট মানে কেন খাতা নয়?

লাফ মানে যদি হাসাহাসি হয়
ঝাঁপ মানে কেন কাঁপাকাপি নয়?

পেপার মানে যদি গোলমরিচ হয়
ম্যাগাজিন মানে কেন জিরা –বাটা নয়?

টক মানে যদি কথা হয়
ঝাল মানে কেন তবে বার্তা নয়?

টি মানে যদি চা হয়
ইউ মানে কেন কফি নয়?

মামা মানে যদি আম্মু হয়
মামী মানে কেন আব্বু নয়?

গান মানে যদি বন্দুক হয়
বাজনা মানে কেন রাইফেল নয়

ফুল মানে যদি বেকুব হয়
কলি মানে তবে কেন গাধা নয়?

গুন মানে যদি গুণ্ডা হয়
ভাগ মানে তবে কেন বদমাশ নয়?

আই মানে যদি চোখ হয়
জে মানে কেন তবে নাক নয়?

পি মানে যদি হিস্যু করা হয়
কিউ মানে তবে কেন “ইয়ে” করা নয়?

এরকম কত প্রশ্ন,চোখে ঘুম নাই
উত্তর খুঁজতে আমি কার কাছে যাই?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন